কক্সবাংলা রিপোর্ট(১ আগস্ট) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- ০১। মাহিদুল ইসলাম আকাশ, পিতা- মুকবুল আহামদ, সাং- উত্তর বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০২। মোঃ আবু বক্কর ছিদ্দিক প্রঃ বক্কর, পিতা- মোঃ হাফেজ, সাং- নন্দাখালী বড়পাড়া, থানা- রামু, জেলা- কক্সবাজার,
০৩। মিজানুর রহমান প্রঃ গিট্টু মিজান, পিতা- মোহাম্মদ কালেম মাঝি,সাং- পাহাড়তলী,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। লুৎফা বেগম, পিতা- সৈয়দ আহামদ, স্বামী- ইলিয়াছ, সাং- পশ্চিম পানখালী, হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
০৫। মোঃ আলা উদ্দিন প্রঃ দাদুল, পিতা- মৃত শাহ আলম, সাং- বিজিবি ক্যাম্প, চৌধুরী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। মোঃ জাহেদ(খোকন), পিতা- মৃত মোঃ রফিক, সাং- বশির মঞ্জিল তারাবনিয়াছড়া পৌরসভা, বর্তমানে- উকিল হারুন সাহেবের বাসা, ৪র্থ তলা, কালুর দোকান সড়ক টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy