কক্সবাংলা রিপোর্ট(৬ আগস্ট) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৬ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে ৬ আগস্ট রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল ০১। কামাল, পিতা- রাজু ফকির, সাং- পূর্ব পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার, ০২। মোঃ এজাহার মিয়া, পিতা- মৃত এমদাদ হোসেন, সাং- পশ্চিম গোমতলী, পোকখালী ইউপি, বর্তমানে- হাঙ্গর পাড়া, উত্তর টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, থানা ও জেলা- কক্সবাজার,
০৩। মোঃ রফিক, পিতা- হাফেজ আহাম্মদ, সাং- কলাতলী ঝরঝরী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। আরাফাত, পিতা- আমির হোসেন, সাং- গোইমতলী, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার,
০৫। মোঃ আব্দু শুক্কুর, পিতা- নুরুল কবির, সাং-ফদনার ডেইল পাইক মিস্ত্রি কবির আহাম্মদ, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। জিয়াদ মোহাম্মদ আশরাফ প্রঃ জিয়াদ, পিতা- শেখ মোহাম্মদ উল্লাহ হেলাল, সাবেক এমইউপি, সাং- তেতৈয়া ডেইলপাড়া খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy