কক্সবাংলা রিপোর্ট(৭ আগস্ট) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ৬ আগস্ট সকাল ৮টা থেকে ৭ আগস্ট রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল ০১। দিল মোহাম্মদ প্রঃ আপ্রুছি, পিতা- মৃত আব্দুর রহমান, সাং-ঠান্ডাছড়ি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান, ০২। মোঃ মোর্শেদ আলম প্রঃ মোর্শেদ, পিতা- মনছুর আলম প্রঃ বলি মনছুর, সাং- হাজীপাড়া, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার,
০৩। মোঃ আজিজুল হক (সিএনজি চালক), পিতা- মোঃ নুরুল হক, মাতা- ইসলাম খাতুন সাং- মহেশখালীয়া পাড়া (নুরুল হকের বাড়ী, ৫নং ওয়ার্ড, টেকনাফ ইউপি) , থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ০৪। মোঃ রাশেদ, পিতা- আব্দুর রশিদ, মাতা- জোহরা খাতুন সাং- মহেশখালীয়া পাড়া (রশিদ ড্রাইভারের বাড়ী, ৫নং ওয়ার্ড, টেকনাফ ইউপি) , থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
০৫। মোঃ সোহেল, পিতা- আতাউর রহমান লিটন, মাতা- শারমিন আক্তার, সাং- উত্তর তারাবুনিয়াছড়া, হাজী মঞ্জুর মিয়ার বাড়ী, ৫নং পৌর ওয়ার্ড) , থানা ও জেলা- কক্সবাজার, ০৬। সাইফুল ইসলাম প্রঃ আব্দুল্লাহ, ০৭। মোবারক, উভয় পিতা- নুরু আহমদ প্রঃ নুরু, উভয়সাং- পূর্ব হামজার ডেইল, ইসলামবাদ, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার,
০৮। একরাম মিয়া, পিতা- কবির আহমদ(সাবেক মেম্বার), সাং-চৌফলদন্ডী ইউপি, পশ্চিম পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। রাসেল, পিতা- খোরশেদ আলম, সাং- থানা সেন্টার(মোজাহার আহম্মদের বাড়ী), থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ১০। আলমগীর, পিতা- মৃত আব্দুল মুনাফ, সাং- ফদনার ডেইল, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Chy