কক্সবাংলা রিপোর্ট(১১ সেপ্টেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল-০১। ছালেখা বেগম, স্বামী- সালেহ আহাম্মদ, সাং- রুম কুলা পাড়া, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, ০২। মোঃ জোহান উদ্দিন, পিতা- মৃত ছৈয়দ হোসেন, সাং- ফুলের ডেইল দুদু মিয়া বাড়ী, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ০৩। মোঃ রাসেল, পিতা- মৃত হাজী শাহজাহান আলী, সাং- কাঞ্জের পাড়, হোয়াইক্যাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার,
০৪। মোঃ আতাউর, পিতা- মৃত আজিজুর রহমান, সাং- জামছপাড়া গর্জনিয়া ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার, ০৫। মোঃ খোরশেদ আলম, পিতা- মোঃ ফজলুল করিম, সাং- ফকিরা মুড়া, মিঠাছড়ি, থানা- রামু, জেলা- কক্সবাজার,
০৬। মোঃ সেলিম, পিতা- আবুর বশর, সাং-পশ্চিম পাহাড়তলী, মাঠের পূর্ব পার্শ্বে, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। জোবায়ের, পিতা- এস্তাফিজুর রহমান, সাং- দক্ষিন পাহাড়তলী, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ০৮। ওমর ফারুক প্রঃ বাদশা, পিতা- আজিম শরীফ, সাং- খাজা রোড (চাঁদগাঁও, সিএমপি) , থানা- চাঁদগাঁও, জেলা- চট্টগ্রাম,
০৯। সালাহ উদ্দিন, পিতা- মোঃ আবছার বাবুল, গ্রাম- কুলিয়া পাড়া,খুরুশকুল ইউপি , থানা ও জেলা- কক্সবাজার, ১০। ওমর ফারুক, পিতা- আবু শামা, গ্রাম- দক্ষিন বাহারছড়া (অংশ) (কক্সবাজার পৌরসভা) , থানা ও জেলা- কক্সবাজার, ১১। আবু বক্কর, পিতা- শাামশুদ্দৌহা প্রঃ শামসুদ্দোজা, সাং- পূর্ব পাহাড়তলী, মাঠের পশ্চিম পার্শ্বে) থানা ও জেলা- কক্সবাজার,
১২। শফিক আহম্মদ, পিতা- মৃত এহাজার মিয়া, সাং- উত্তর মাইজ পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার, ১৩। আমান উল্লাহ, পিতা- হাছান আলী, সাং- পূর্ব বোমাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। মোঃ শহিদুল আলম, পিতা- মোঃ সিরাজুল হক, সাং- নয়াপাড়া খুরুলিয়া, থানা ও জেলা- কক্সবাজারদের বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy