সাইফুল ইসলাম(১৮ সেপ্টেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদরে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- ০১। মোঃ ফরিদ, পিতা- মৃত বাচা মিয়া, মাতা- রমিজা খাতুন, গ্রাম- দক্ষিন হৃীলা (পশ্চিম সিকদার পাড়া মইন্যার জোম(০৫নং ওয়ার্ড), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ০২। মীর কাশেম, পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা- নূর বেগম, গ্রাম- (পূর্ব পানখালী, (হ্নীলা ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড প্রাইমারী স্কুলের দক্ষিনে সমসুর বাড়ী), থানা- টেকনাফ , থানা ও জেলা- কক্সবাজার,
০৩। আব্দু শুক্কুর, পিতা- বাচু মিয়া, সাং- বৈদ্য ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। মোঃ সাহাব উদ্দিন, পিতা- মৃত ফজল করিম, মাতা- মৃত নুর নাহার গ্রাম- লাইট হাউজ পাড়া, কক্সবাজার পৌরসভা (সাহাব উদ্দিন এর বাড়ী,আমির হোসেন সাওদাগরের বাড়ী সংলগ্ন, ১২ নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার,
০৫। মোঃ খোকন, পিতা- জাকির হোসেন প্রঃ গাঁজা জাকির, মাতা- নুর নাহার, গ্রাম- লাইট হাউজ পাড়া, কক্সবাজার পৌরসভা গাঁজা জাকির এর বাড়ী, আমির হোসেন সাওদাগরের বাড়ী সংলগ্ন, ১২ নং পৌর ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। মোঃ ইমন, পিতা- মৃত রফিক, মাতা- মৃত নুর নাহার বেগম, গ্রাম- (নতুন ব্রিজ, বাস্তুহারা কলোনী, নোমান কলেজের পরে, উপজেলা/থানা- বাকলিয়া, চট্টগ্রাম সিএমপি,
০৭। আলা উদ্দিন, পিতা- আব্দুল করিম, সাং- উত্তর টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৮। মঞ্জুল আলম প্রঃ মনছুর আলম, পিতা- আঃ শুক্কুর, সাং- দরবেশকাটা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy