কক্সবাংলা রিপোর্ট(২৩ ডিসেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২২ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- ১। মোঃ হারুন প্রঃ বাবুল, পিতা- জালাল উদ্দিন, ২। মোঃ রাসেল, পিতা- অজুম উদ্দিন, উভয়সাং- দক্ষিণ লম্বরী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার,
৩। ফিরোজ, পিতা- নুরুল আজিম, সাং- গোদার পাড়া, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, ৪। আব্দুল মালেক, পিতা- আঃ গফুর, সাং-তুলাতলী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার,
৫। জালাল আহম্মদ, পিতা- তৌফিক আহম্মদ,সাং- পশ্চিম লার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ৬। সোনা মিয়া, পিতা- মৃত মমতাজ আহম্মদ, সাং- খামারপাড়া, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার,
৭। মোঃ জাহেদ হাসান, পিতা- মৃত কাশেম মাতাব্বর, সাং- কালা মৃদার হাট, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর, বর্তমানে- সমিতি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ৮।অছিউর রহমান, পিতা- মৃত অলি আহাম্মদ, সাং- দঃ কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার,
৯। রবিউল করিম, পিতা- নজির আহাম্মদ,সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার, ১০। মোঃ মুন্না, পিতা- মোঃ সেলিম, সাং- জানার ঘোনা, ঝিলংজা,
১১। ইমাম হোসেন, পিতা- মৃত আঃ সামাদ, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার, ১২। মাহফিল আরা প্রঃ মানিক, স্বামী- আব্দুল্লাহ ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার,
১৩। মৌলভী সৈয়দ নুর, পিতা- জাফর আহাম্মদ, সাং- পালাকাটা, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। আজগর আলী প্রঃ মিন্টু, পিতা- মোঃ আব্দুল সালাম, সাং- পেশকার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার,
১৫। আব্দুল্লাহ আল ফারুক, পিতা- নুরুল কবির, সাং- কালা সিকদার পাড়া, থানা-চকরিয়া, জেলা- কক্সবাজার, ১৬। আলম হারুন, পিতা- মাওলাা ছৈয়দ আলম, সাং-দরিয়ার দিঘী, খুনিয়া পালং, থানা-রামু, জেলা- কক্সবাজার,
১৭। সৈয়দনুর, পিতা- জাফর আলম, সাং- পালাকাটা, জালালাবাদ, থানা ও জেলা- কক্সবাজার, ১৮। মোঃ করিম, পিতা- ছাবের আহম্মদ, সাং- পূর্বলার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার,
১৯। আসাদুজ্জামান নুর প্রঃ পারভেজ, পিতা-ছৈয়দ আহম্মদ, সাং- দক্ষিণ বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ২০। এহেসানুর রহমান, পিতা- মৃত আবুল কাশেম, সাং- খামার পাড়া চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy