কক্সবাংলা রিপোর্ট(৩ জানুয়ারী) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২ জানুয়ারী সকাল ৮টা হতে ৩ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল-১। মোঃ কামাল হোসেন পিতা-আব্দুল মালেক, সাং-পাওয়ার হাউজ, ০৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, ২। মোহাম্মদ রাজিব, পিতা-লাল মেহাম্মদ, সাং-প্র্বূ ঘোনারপাড়া,০৯নং ওয়ার্ড,
৩। জয়নাল আবেদীন প্রকাশ জনু ড্রাইভার, পিতা-বদরুদ্দেজা, সাং-মোহাজের পাড়া, কক্সবাজার পৌরসভা, বর্তমানে মোঃ সরওয়ার এর টিন সেড ভাড়া বাসা, সমিতি পাড়া, মসজিদ গেইট, ০৯নং ওয়ার্ড, ৪। হারুনুর রশীদ, পিতা-মৃত শফিউল আলম, সাং-ষ্টেডিয়াম পাড়া, ১০ নং ওয়ার্ড,
৫। মোঃ শাহীন, পিতা-জালাল আহম্মদ, সাÑপূর্ব নাপিতখালী ইসলামপুর, ৬। মোঃ আজাদ, পিতা-মোঃ আবদুস সালাম, সাং-পূর্ব ঘাটিয়াডেঙ্গা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে কলাতলী,
৭। মোঃ মজিবুর রহমান, পিতা-মৃত শামসুর ইসলাম, সাং-জিয়া নগর, পাহাড়তলী, ০৭নং ওয়ার্ড, ৮। ইমাম হোসেন, পিতা-মোঃ নুর, সাং-পিটিআই স্কুল, দক্ষিন রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, সর্ব থানা ও জেলা-কক্সবাজার,
৯। মোঃ মতিউর রহমান, পিতা-বাহাদুর রহমান, সাং-পাহাডিকা পাড়া, মানিক চর, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার। ১০। জয়নাল আবেদীন, পিতা-রৌশন আলী, সাং-চরপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
১১। মোঃ রাকিব, পিতা-অজি উল্লাহ, সাং-মুগ্ধর বাজার, থানা-লাল মহন, জেলা-ভোলা, ১২। মুন্নি, পিতা-মোঃ মনির হোসেন, সাং-পাতিল জাপ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy