কক্সবাংলা রিপোর্ট(১১ জানুয়ারী) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৪ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১০ জানুয়ারী সকাল ৮টা হতে ১১ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- ১। সাঈদ হোসেন,পিতা- মৃত হাজী নজির আহম্মদ,সাং- উত্তর পাড়া শাহপরীর দ্বীপ সাবরাং ইউপি,থানা- টেকনাফ,জেলা-কক্সবাজার, ২। মোঃ রেজাউর করিম,পিতা- মোহাম্মদ উল্লাহ,সাং- পশ্চিম বোয়ালখালী ৪নং ওয়ার্ড ইসলামাবাদ থানা ও জেলা- কক্সবাজার,
৩। অলক শর্মা,পিতা-বাবুল শর্মা,সাং-মুন্সির বিল খুরুশকুল ৯নং ওয়ার্ড ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার,
৪। জিয়াউল হ,পিতা- মমতাজুল হক,সাং- বিজিবি ক্যাম্প সওদাগর পাড়া ৬নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার,
৫। মোহাম্মদ আলী,পিতা-মৃত হাজী মোঃ ইসমাইল,সাং- খুরুশকুল ইউপি,থানা ও জেলা- কক্সবাজার, ৬।কামাল হোসেন,পিতা- সৈয়দ করিম,
৭। সৈয়দ করিম,পিতা-মৃত সৈয়দ আলম,উভয় সাং- এসএমপাড়া ৫নং ওয়ার্ড,থানা ও জেলা- কক্সবাজার, ৮। আলী আহম্মদ,পিতা- মৃত আবু ছিদ্দিক,সাং-জাগির ঘোনা,থানা-মহেষখালী,বর্তমানে কুতুবদিয়া পাড়া কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার,
৯। নেজাম উদ্দিন,পিতা- নাজির আহম্মদ,সাংÑছনখোলা পশ্চিম পাড়া ১নং ওয়ার্ড পিএমখালী ইউপি,থানা ও জেলা-কক্সবাজার, ১০। মনির উদ্দিন,পিতা- নুরুল হক,সাং-ছনখোলা পশ্চিম পাড়া ১নং ওয়ার্ড পিএমখালী ইউপি,থানা ও জেলা-কক্সবাজার,
১১। ইমরুল আলম,পিতা- শামসুল আলম, ১২। সিরাজুল মোস্তফা,পিতা- মৃত আব্দুল মজিদ,উভয় সাং- মধ্যম পাহাড়তলী ৭নং ওয়ার্ড পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার,
১৩। মজিবুর রহমান, পিতা- দুলা মিয়া সওদাগর, ১৪। মোঃ রফিক,পিতা- নুরুল ইসলাম,উভয় সাং-পশ্চিম লাহারপাড়া,থানা ও জেলা-কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy