কক্সবাংলা রিপোর্ট(১২ জানুয়ারী) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ০৯ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১১ জানুয়ারী সকাল ৮টা হতে ১২ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল- ১। ইক রাখাইন প্রকাশ রামানী, স্বামী-মৃত মন ছাবিউ রাখাইন, সাং-দক্ষিণ রাখাইনপাড়া, চৌফলদন্ডী, থানা ও জেলা-কক্সবাাজর, ২। কায়সার, পিতা-মৃত রহিম, সাং-কৈয়ারবিল, থানা-কুতুবদিয়া, বর্তমানে জুমছড়ী পিএমখালী থানা ও জেলা-কক্সবাজার,
৩। শারমিন আক্তার, স্বামী-সিরাজুল ইসলাম, সাং-খরুলিয়া ডিঙ্গী পাড়া, থানা ও জেলা-কক্সবাজর,
৪। শহিদুল ইসলাম,পিতা-সব্বির আহমদ, সাং-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম, ৫। লিটন দাশ, পিতা-অয়জুম দাশ, সাং-ঘোনারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার,
৬। নাছির উদ্দিন, পিতা-আঃ শুক্কুর, সাং-লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার, ৭। নুরুল হক, পিতা-মৃত নাজিরুজ্জমান, সাং-ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার,
৮। রবিউল আলম, পিতা-জামান আলম, সাং-লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার, ৯। মোঃ ইজ্জত আলী, পিতা-সুলতান আহমদ, সাং-নাজিরার টেক, থানা ও জেলা-কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy