কক্সবাংলা রিপোর্ট(১৬ ডিসেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর সকাল ৮টা হতে ১৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৬৩(১২)১৯, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
০১। আবদুর রহিম (২৯) পিতা- মৃত মোঃ জলিল, সাং- ইউসুলের ঘোনা (জলিল ম্যানশন) মসজিদের পূর্ব পাশের্^, পাহাড়তলী, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
০২। এমরানুল হক খোকা (৩৫) পিতা- আমির সুলতান, সাং- কালিরছড়া, ঈদগাঁও ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
০৩। মোবারক হোসেন (২০) পিতা- কোরবান আলী, সাং- ঘোনার পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
০৪। জাহেদ (২০) পিতা- সিরাজুল ইসলাম, সাং- উত্তর ডিককুল, ০৬নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার,
০৫। শাহ আলম (৩০) পিতা- লোকমান হাকিম, সাং- দক্ষিণ হাজী পাড়া, ০২নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৬২(১২)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
০৬। মোঃ জাফর আলম, পিতা- মৃত নাজির আহমদ, সাং- আলীর জাহাল, সিকদার বাড়ীর পাশের্^, থানা ও জেলা-কক্সবাজার।
০৭। মোঃ নেছার উদ্দিন, পিতা- বাদশা মিয়া, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাজার।
০৮। মোঃ ইসমাইল, পিতা- মৃত আহম্মদ হোসেন, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং-৪৮৬/১৯, তাং-১৬/১২/১৯খ্রিঃ ধারা-পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
০৯। মোঃ নুরুল আমিন, পিতা- লাল মিয়া, সাং- লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। ছাবের আহম্মদ, পিতা- মৃত নুরুজ্জামান, সাং- বাঁশখালী পাড়া, পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার।
২। আঃ রশিদ, পিতা- মোঃ মোক্তার আহম্মদ, সাং- মধ্য নাপিতখালী, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy