কক্সবাংলা রিপোর্ট(১৮ ডিসেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৭ ডিসেম্বর সকাল ৮টা হতে ১৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
১। মোঃ ছব্বির হোসেন,পিতা- মৃত শামসুল আলম,সাং-পূর্ব লারপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
২। ছৈয়দ আলম, পিতা-মোঃ জামাল উদ্দিন,সাং-নুনিয়ারছড়া ফকিরের কুয়া ,০২নং ওয়ার্ড,থানা ও জেরা-কক্সবাজার।
৩। প্রিয়তোষ দে,পিতা- মৃত সুকুমার দে,সাং- নন্দন কলোনী,পূর্ব কাচারী পাহাড়,১০নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।
৪। হাসিনা বেগম,পিতা-জমির আহাঃ,সাং-দক্ষিন রুমালিয়ারছড়া ,থানা ও জেলা-কক্সবাজার তাহার সহিত দুই ছেলে রহিয়াছে,১ আব্দুর রহমান (পাঁচ) বছর, ২, আব্দুর রহিম (দুই) বছর।
৫। করিম উল্লাহ,পিতা-মৃত শহর আলী,সাং-লাইট হাউজ পাড়া,১২নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৬। মোঃ মোস্তফা কামাল,পিতা- মোঃ আব্দুল গফুর,সাং- সৈকত পাড়া লাইট হাউজ পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।
৭। মোঃ ফারুক,পিতা- জাফর আলম,সাং-পশ্চিম জুমছড়ি,০৪নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৮। মনির আহমদ,পিতা-মোঃ মাহামুদুল হক,সাং- পশ্চিম জুমছড়ি,০৪নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৯। মোহাম্মদ মিয়া ,পিতা- হাবীব উল্লাহ,সাং-চর পাড়া দক্ষিন কুতুবদিয়া,০১নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মোজাম্মেল,পিতা-ছৈয়দ নুর,সাং-পূর্ব গোমাতলী,থানা ও জেরা-কক্সবাজার।
২। সৈয়দ আহাম্মদ,পিতা-মৃত মোহম্মদ আলম,সাং-মনু পাড়া,খুরুশকুল,থানা ও জেরা-কক্সবাজার।
৩। আবু বক্কর সিদ্দিক,পিতা-সৈয়দ করিম,সাং-খোদাই বাড়ি,৭নং ওয়ার্ড.ঈদগাও,থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy