কক্সবাংলা রিপোর্ট(১৯ ডিসেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৮ ডিসেম্বর সকাল ৮টা হতে ১৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর থানার মামলা নং-৭৩(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ)/৪১, সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। নুরুল ইসলাম, পিতা- নজির আহমদ, সাং- পূর্ব কাউয়ার খোনা, থানা- রামু ও জেলা- কক্সবাজার।
২। মোঃ সৈয়দ হোসেন, পিতা- আকতার আহমদ, সাং- নাইক্ষ্যংছড়ি, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান।
৩। মোঃ আলী, পিতা- চেহের আলী, সাং- ধৈলতলী, কাউয়ার খোপ, থানা- রামু, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৪৮৯/১৯খ্রিঃ তারিখ- ১৯/১২/১৯ইং ধারা-পুলিশ আইনের৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। গিয়াস উদ্দিন প্রঃ কালু, পিতা- আনোয়ার হোসেন, সাং- পশ্চিম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৭৫(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(খ), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ নাছির উদ্দিন, পিতা- মৃত মকবুল আহমদ, সাং- সৈকত পাড়া, লাইট হাউজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৬৯(১২)১৯খ্রিঃ ধারা-৩২৩/৩২৪/৩৭৯/৩৪ দঃ বিঃ ,সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। আব্দুল জব্বার, পিতা- মৃত মোঃ ইছহাক, সাং- পশ্চিম মুক্তার কুল, বাংলাবাজার, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৬৩(১২)১৯খ্রিঃ ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ মুন্না, পিতা- মৃত এনাম, সাং- কুতুবজোম, থানা- মহেশখালী ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৭৭(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৮। মোঃ আজিজুল হক, পিতা- মৃত নুরুল আনোয়ার, সাং- পশ্চিম লাহারপাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৭৬(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। মোঃ ইকবাল, পিতা- মৃত আহম্মদ হোসেন, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
১০। মোঃ জমিন উদ্দিন, পিতা-মৃত আঃ রহমান, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৪৯০/১৯ খ্রিঃ তারিখ- ১৯/১২/১৯ইং ধারা-পুলিশ আইনের৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১১। মোঃ জাবেদ, পিতা- মতৃ দীল মোহাম্মদ, সাং- কলাতলী ঝরঝরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
১২। নুর হাসান, পিতা- নুর আহাম্মদ, সাং- কলাতলী ঝরঝরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy