কক্সবাংলা রিপোর্ট(২৩ ডিসেম্বর) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২২ ডিসেম্বর সকাল ৮টা হতে ২৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর থানার মামলা নং-৭২(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। জহির উল্ল্যাহ, পিতা- আমীর হোসেন, সাং- দরিয়ার দীঘি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৩৯(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। ওয়াল সে রাখাইন, পিতা- আখিঁ রাখাইন, সাং- বড় বাজার মগ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মং টিওয়ান রাখাইন, পিতা- মৃত অং চিং রাখাইন, সাং- চাউল বজার ফুল বাগ সড়ক, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার ননএফআইআর নং- ৪৯৬/১৯খ্রিঃ, তারিখ- ২৩/১২/১৯ইং ধারা-পুলিশ আইনের৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মোঃ ইব্রাহীম, পিতা- মৃত কালু, সাং- ফাসিয়াখালী, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৮৯(১২)২০১৯ ইং ধারা- ৩৯৯/৪০২দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। ইউনুছ প্রঃ ইলিয়াছ, পিতা- মৃত মনির আহমদ, সাং-পশ্চিম পাড়া, লম্বা কাটি বাজার, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
৬। সাহেদ প্রঃ জীবন, পিতা- লাল মিয়া, সাং-পশ্চিম পাড়া, লম্বা কাটি বাজার, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মনছুর আলম, পিতা- মোঃ বজল আহমদ, সাং-পশ্চিম পাড়া, লম্বা কাটি বাজার, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। এমরান, পিতা- সৈয়দুল হক, সাং- পেতা সওদাগর পাড়া, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
২। শহীদুল্লাহ প্রঃ বাবুল, পিতা- আকবর আহম্মদ, সাং- পেতা সওদাগর পাড়া, ৬নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ ইউনুছ, পিতা- মনির আহমদ, সাং- পশ্চিম পাড়া, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy