কক্সবাংলা রিপোর্ট(১ জানুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৩১ ডিসেম্বর সকাল ৮টা হতে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার ননএফআই আর নং- ০১/২০২০ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ জাকরিয়া আলম, পিতা- নুরুল আজিম, সাংÑ পূর্ব লারপাড়া, ঝিলংজা ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআই আর নং- ০২/২০২০ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ হাবিবুর রহমান, পিতা- মৃত মোঃ হানিফ সাং- সমিতি পাড়া, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআই আর নং- ০৩/২০২০ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। এমং রাখাইন, পিতা- এথোয়াং রাখাইন, সাং- গোলদিঘীর পাড়, বৌদ্ধ মন্দিরের পাশে, ৮নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআই আর নং- ০৪/২০২০ ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মোঃ আশিক মেহেরাজ, পিতা- মোহাম্মদ হোসেন, সাং- দক্ষিণ সাহিত্যিকা পল্লী, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা- মোঃ আজাদ, সাং- দক্ষিণ সাহিত্যিকা পল্লী, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। রফিক প্রঃ জিয়া, পিতা- মফিজুর রহমান, সাং- মোজাহের পাড়া, হেলাল কমিশনারের বাড়ীর, থানা ও জেলা- কক্সবাজার।
২। কামাল, পিতা- আব্দুল মোনাফ, সাং- খুুরিল্লা, নয়াপাড়া, জাফরের বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা- মৃত আলহাজ¦ বদিউল আলম, সাং- সাত জোলা কাটা, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ২:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy