কক্সবাংলা রিপোর্ট(১৪ জানুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৩ জানুয়ারি সকাল ৮টা হতে ১৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে বন্দুক ও কিরিচ উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ১৯ জন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৩(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ সেলিম প্রঃ পুতু(২০), পিতা-সৈয়দুল আমিন, মাতা-রশিদা বেগম, সাং-তেতৈয়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার,
২। মোঃ জাহেদ(২৩), পিতা-মৃত সৈয়দ হোসেন, মাতা-মৃত মাসুদা বেগম, সাং-মাতারবাড়ী, বাজারের পাশের্^, ০২ নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার,
৩। মোঃ ইব্রাহিম(২২), পিতা-নুর হোসেন, মাতা-লালু আক্তার, সাং-মহাজের পাড়া, ০৯ নং ওয়ার্ড,
৪। ওমর ফারুক(১৮), পিতা- মৃত সৈয়দ মিয়া, মাতা-মর্জিনা বেগম, সাং-কলাতলী আদর্শগ্রাম, ১১ নং ওয়ার্ড,
৫। মোঃ রাশেদ(২৪), পিতা-বজল আহমদ, মাতা-গুলতাজ বেগম, সাং-টাইমবাজার, খুরুশকুল, সর্ব থানা ও জেলা-কক্সবাজার,
৬। মোঃ রাসেল(২৩), পিতা-মৃত মনির আহমদ, মাতা-ফাতেমা আক্তার, সাং-আদর্শগ্রাম, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান,
৭। মোবারক হোসেন প্রঃ ফারুক প্রকাশ ব্রিটিশ(২৪), পিতা-আবুল কাশেম প্রঃ হাশেম প্রঃ কসাই কাশেম, মাতা- দিলদার বেগম, সাং-বৈদ্যঘোনা খাজা মঞ্জিল,
৮। আমির হোসে(২১), পিতা-মৃত মোজাহের, মাতা-রোহানা আক্তার, সাং-দক্ষিন কুতুবদিয়া পাড়া, উভয় থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪২(০১)২০২০ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। শামশুল আলম, পিতা- মোহাম্মদ হোসেন, সাং- পূর্ব ইউছুপেরখীল হরিপুর, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার
কক্সবাজার সদর থানার মামলা নং-১২(০১)২০২০ ইং ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১০। মোঃ সেলিম প্রঃ পুতু, পিতা- ছৈয়দুল আমিন, সাং- তেতৈয়া খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। জাহাঙ্গীর, পিতা- ফরিদ আলম, সাং- পশ্চিম গোমাতলী, পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:০০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy