কক্সবাংলা রিপোর্ট(২১ জানুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৬ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২০ জানুয়ারি সকাল ৮টা হতে ২১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার আটক হয়েছিল ১৩ জনেক। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৬০(১১)১৯, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩৫৪/৩৮০ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। নুরুল ইসলাম মিস্ত্রি প্রঃ রোহিঙ্গা বার্মাইমা, পিতা- মৃত লেদু মিয়া, সাং- আউলিয়াবাদ, ইসলামাবাদ, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১০৩(০৯)১৯, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ বেলাল, পিতা- মৃত মোঃ ইসলাম, সাং- পূর্ব গজালিয়া, ইসলামাবাদ, থানা/উপজেলা-কক্সবাজার সদর,
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭১(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ তাজ উদ্দিন, পিতা- মৃত মোজাফফর আহমদ, সাং- নয়াপাড়া, বাংলা বাজার, পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭২(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মিছবাহ উদ্দিন, পিতা- আঃ শুক্কুর, সাং- জালিয়া পাড়া, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজার।
৫। মোঃ করিম উল্লাহ, পিতা- আলী হোসেন, সাং- হাঙ্গর পাড়া, ৮নং ওয়ার্ড, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজার।
৬। মোঃ সাইফুল ইসলাম, পিতা- আবু আহম্মদ, সাং- হাঙ্গর পাড়া, ৮নং ওয়ার্ড, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৩(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/২৬ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ মনির হোসেন বাবু, পিতা- মোঃ সুন্দর আলী, সাং- লক্ষীপুর, থানা- দেবীদ্দার, জেলা- কুমিল্লা,
৮। মোহাম্মদ আবুল হোসেন, পিতা- মৃত আব্দুল ছামাদ, সাং- চাদপুর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ০৭/২০২০, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। মোঃ আল আমিন শেখ, পিতা- আব্দুর রব শেখ, সাংÑ ভবানীপুর, থানা ও জেলা- রাজবাড়ী।
১০। হেমায়েত উদ্দিন, পিতা- আলা উদ্দিন, সাং- বেড়া ভাঙ্গা, থানা ও জেলা-রাজবাড়ী।
১১। এসএম তানজীদ জামাল, পিতা- আক্তারুজ্জামান, সাং- পশ্চিম ভবানীপুর, থানা ও জেলা- রাজবাড়ী।
১২। মোঃ তরিকুল ইসলাম, পিতা- মোঃ বিল্লাম সর্দার, সাং- বড় লক্ষীপুর, থানা ও জেলা- রাজবাড়ী।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ০৮/২০২০, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১৩। দুস মোহাম্মদ(৩৫)পিতা- ছব্বির আহমদ, মাতা- নুর জাহান ,সাং- জানার ঘোনা, পোকখালী ইউপি, থানা ও জেলা- কক্সাবাজার।
১৪। মোঃ মানিক(২০), পিতা- জসিম, মাতা- সামশুন নাহার, সাং- উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ২৪(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১৫। শাহজাহান, পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং- কলাতলী, ঝরঝরি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ০৯/২০২০, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১৬। মোঃ আলমগীর, পিতা- মোঃ লেদু মিয়া, সাং- কলাতলী, বিকাশ বিল্ডিং, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy