কক্সবাংলা রিপোর্ট(২৩ জানুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২২ জানুয়ারি সকাল ৮টা হতে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার আটক হয়েছিল ৮ জনেক। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৭(০১)২০২০, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৪/৩০৭/৩৭৯ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মেহেরাজ উদ্দিন, পিতা- কামাল উদ্দিন, সাং- পশ্চিম বাহারছড়া, বালিকা মাদ্রাসা, থানা ও জেলা- কক্সবাজার।
২। কামাল উদ্দিন, পিতা- মৃত মোঃ কালু, সাং- পশ্চিম বাহারছড়া, বালিকা মাদ্রাসা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৬৩(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ জনি, পিতা- মোঃ ফরিদ দফাদার, সাং- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
৪। আল মাহামুদ, পিতা- নুরুল আমিন, সাং- পাহাড়তলী,ইসলামপুর, থানা ও জেলা- জেলা- কক্সবাজার।
৫। নুরুল ইসলাম, পিতা- মৃত নুর আহম্মদ, সাং- হলদিয়া তেলি পাড়া, থানা ও জেলা- জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং- ১১/২০২০, ধারা- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। শেফায়েত উল্লাহ, পিতা- আঃ শুক্কুর, সাং- ওমর পাড়া, চৌফলদন্ডী, থানা ও জেলা- জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৮(০১)২০২০, ধারা- ২০১৩ সালের শিশু আইনের ৭০। সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। এইচ এম আবু সিদ্দিক, পিতা- মৃত আলম, সাং-সৈকত পাড়া, ১২ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৪৮(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৮। মোঃ মুবির, পিতা- রশিদ আহমদ, সাং- কোনার পাড়া, খুরুলিয়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৫১(০১)২০২০, ধারা- ৪৬১/৩৮০ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। মোঃ ওসমান, পিতা- শহর মুল্লক, সাং- সমিতি পাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আবুল কালাম, পিতা- শওকত আলী, সাংÑ খামার পাড়াা, চৌফলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার।
২। গুরা মিয়া, পিতা- মৃত ইছাহাক মিয়া, সাং- মধ্যম কুতুবদিয়াপাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৩। রুহুল আমিন, পিতা- জহুর আলী, সাং- মধ্যম কুতুবদিয়াপাড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy