কক্সবাংলা রিপোর্ট(২৪ জানুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৩ জানুয়ারি সকাল ৮টা হতে ২৪ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার আটক হয়েছিল ১২ জনেক। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭৯(১১)১৯, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(খ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ সাব্বির আহম্মেদ, পিতা- আলী হোসেন, সাং- বালুখালী পানবাজার, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮০(১)১৯, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ রিয়াদ হোসেন প্রঃ মেহেদী, পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং- খুরুলিয়া বাজার পাড়া, ঝিলংজা, থানা/উপজেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮৫(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। রশিদ আহম্মদ, পিতা- মৃত নাজির হোসেন, সাং- মধ্যম মাইজ পাড়া, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮৫(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মোঃ রাসেল, পিতা- আমির সুলতান, সাং- পশ্চিম চাকমার কুল, থানা- রামু, জেলা- কক্সবাজার, বর্তমানে- হোটেল বয়, সেন্টমার্টিন রিসোর্ট লাইট হাউজ পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮১(০১)২০২০, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর৭/৯(১)/৩০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ হোসেন প্রঃ পুতু, পিতা- জাফর আলম, সাং- বাদশা ঘোনা, আল হেরা স্কুলের পাশের্^, থানা ও জেলা- কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৮২(০১)২০২০, ধারা- ৩২৩/৩৭৯/৫০৬/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। উজ্জল বড়ুয়া, পিতা- বিমল বড়ুয়া, সাং- উত্তর ফতেখালকুল, বড়ুয়া পাড়া, থানা- রামু জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৭২(০১)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ আকতার হোসেন, পিতা- মৃত আলী হোসেন, সাং- দঃ ধরুম নয়াপাড়া, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে- দক্ষিণ হাজী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy