কক্সবাংলা রিপোর্ট(২৩ ফেব্রুয়ারি) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ১০ জনেক। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৩/০২/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। সাইফুল ইসলাম (২০) পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-কাউয়ারখোপ, থানা-রামু, জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭৬, তারিখ-২২/০২/২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)।
১। জয়নাল রশিদ, পিতা-ছিদ্দিক আহমদ, সাং-উত্তর নাপিতখালী, ০৩ নং ওয়ার্ড, ইসলামপুর ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
২। শহিদুল ইসলাম প্রকাশ কায়ছার (২৩) পিতা-মোহাম্মদ হোসাইন, সাং-খোদাইবাড়ী, ওয়ার্ড নং-০৩, ঈদগাঁও ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭৮, তারিখ-২৩/০২/২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক)।
১। আতিকুর রহমান (২৫), পিতা-মনজুরুল ইসলাম, মাতা-হালিমা বেগম, সাং-কালিরছড়া, উত্তরপাড়া, ৫ নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং-২৬, তারিখ-২৩/০২/২০২০, ধারা-১৮৬১ সনের পুলিশ আইনের ৩৪ (৪)
১। সমীর সাহা (৩০), পিতা- রাম চন্দ্র সাহা, সাং- তেরশ্রী, থানা- ঘিওউর, জেলা- মানিকগঞ্জ বর্তমানে- পশ্চিম বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ খায়রুল আলম(৩২), পিতা- মোঃ খোরশেদ আলম, সাং- কান্দর পাড়া, থানা ও জেলা- সিরাজগঞ্জ বর্তমানে- কাওয়ার পাড়া, কোটবাজার, থানা- উখিয়া,জেলা-কক্সবাজার।
৩। ছালেহ আহমদ(২৪), পিতা- নুরুল হক, সাং- কানাইয়া বাজার, নতুন বাহারছড়া, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মং শোলা(৪২), পিতা- মৃত বাওয়া , সাং- গোলদিঘীর পাড়, ৮নং ওয়ার্ড, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৫। শহিদুল ইসলাম(৩৮), পিতা- মৃত ইউনুছ, সাং- চুনতি হাজীর পাড়া, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- বিজিবি ক্যাম্প, থানা ও জেলা- কক্সবাজার।
৬। শ্যামল দাস(৩৪), পিতা- মনিন্দ্র দাস, সাং- চৌফলদন্ডী, হিন্দু পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৭। নজরুল ইসলাম(২৭), পিতা- আব্দুল মাবুদ, সাং- বাদশা ঘোনা, ৯নং ওয়ার্ড, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ঃ
জিআর-৭১৭/১৪, ধারা-এন আই এ্যক্ট এর ১৩৮। সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ হাসান ইকবাল রিপন, পিতা-মৃত মোঃ আবুল মঞ্জুর, সাং-পোনামঞ্জুর বাড়ী, আলীরজাহাল, উত্তর সিকদার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
নাঃ নিঃ ৪৩৯/১৮, ধারা-নারী ও শিশু দমন আইন এর ১১(গ)। সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
নবী হোছন, পিতা-ছিদ্দিক আহম্মদ, সাং-পশ্চিম গোমাতলী, চরপাড়া, পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
coxbangla.com | Chanchal Chy