কক্সবাংলা রিপোর্ট(২০ মার্চ) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১৯ মার্চ সকাল ৮টা হতে ২০ মার্চ সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।এসময় আটকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগের দিন আটক হয়েছিল ৫ জন। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হল –
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৫৭(০৩)২০২০ তারিখ-১৯/০৩/২০২০ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ১০(ক)/২৬(১) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আমিন হোসেন পাখি, পিতা-মৃত আবু তাহের, মাতা-মৃত কুলসুমা বেগম, সাং- দক্ষিণ বাহারছড়া, (আবু তাহের এর বাড়ী), ১১ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৫৯(০৩)২০২০ তারিখ-১৯/০৩/২০২০ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মনছুর @ করিম @ আরিফ, পিতা- মমতাজ মিয়া, সাং- মেহেদী পাড়া, টাইম বাজার, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৫৮(০৩)২০২০ তারিখ-১৯/০৩/২০২০ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১)ৃ এর ১০(গ)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ ইয়াছিন, পিতা- নুরুল কাদের, সাং-দরবার ঘাট, থানা-কুতুবদিয়া, জেলা- কক্সবাজার বর্তমানে ছনখোলা, মালিপাড়া, ২নং ওয়ার্ড, পিএম খালী, থানা ও জেলা-কক্সবাজার।
৪। ইয়াছমিন আক্তার, স্বামী-সৈয়দুল আমিন, পিতা-খবির আহম্মদ, সাং-বালুখালী, ক্যাম্প নং-২, থানা-উখিয়া, কক্সবাজার, বর্তমানে ছনখোলা, মালিপাড়া, ২নং ওয়ার্ড, পিএম খালী, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৫৬(০৩)২০২০ তারিখ-১৯/০৩/২০২০ ইং ধারা-১৭০/১৭১/৪১৯/৩৪ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ ইসমাইল, পিতা-নুরুল ইসলাম, মাতা-নুর নাহার প্রঃ রশিদা বেগম, সাং-মোহাজের পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
জিআর-৭০৪/১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৩(১) এর ১০/ক সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। শেখ মোর্শেদ বাচ্চু, পিতা-মৃত হাজী আব্দুল বশর, সাং-ধর্মের ছড়া, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
জিআর-৬২৭/১৯, ধারা-৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৪২৭/৫০৬/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। শফি আলম, পিতা-লাল মিয়া প্রঃ জুনা মিয়া, সাং-পূর্ব ফরাজী পাড়া, ০৫নং ওয়ার্ড, জালালাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
৩। মোঃ আব্দু শুক্কুর, পিতা-লাল মিয়া প্রঃ জুনা মিয়া, সাং-পূর্ব ফরাজী পাড়া, ০৫নং ওয়ার্ড, জালালাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
৪। লাল মিয়া, প্রঃ জুনা মিয়া, সাং-পূর্ব ফরাজী পাড়া, ০৫নং ওয়ার্ড, জালালাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।
জিআর-৩৪৩/১৮, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ ওসমান, পিতা-মৃত নুর আহম্মদ, সাং-মোজাহের পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৩:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy