কক্সবাংলা রিপোর্ট(২১ জুন) :: কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১৫ জন আসামীকে আটক করেছে পুলিশ।
গত ২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- ০১। মাসুম সর্দার, পিতা- মৃত ছিদ্দিক সর্দার, সাং- গাজীপুর, সভাপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোর, বর্তমানে- মামুনুর রশিদের ভাড়াটিয়া, মাহমুদ ডেনিং সংলগ্ন, শফিপুর বাজার , থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুর, ০২। বাছিদ রানা প্রঃ মোঃ বশির আহাম্মদ রানা, পিতা- মোসলেম মন্ডল, গ্রাম- কামালপুর (মন্ডল পাড়া) , থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান- সেলিম সাহেবের বাড়ী, হেলাল মার্কেট , থানা- উত্তরখান,জেলা- ঢাকা, ০৩। মোঃ আজিজুল হাকিম, পিতা- মৃত চান মিয়া গ্রাম- দিয়াবাড়ী(উত্তরা ১৫ নং সেক্টর, ওয়ার্ড নং-৫) , থানা- তুরাগ,জেলা- ঢাকা,
০৪। সুলতানা আক্তার রজনী, স্বামী- বাছিদ রানা প্রঃ বশির আহাম্মদ রানা, গ্রাম- কামালপুর (মন্ডল পাড়া) , থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, বর্তমান- সেলিম সাহেবের বাড়ী, হেলাল মার্কেট) , থানা- উত্তরখান, জেলা- ঢাকা, ০৫। সাহাব উদ্দিন, পিতা- দবির নিগামান গ্রাম- পশ্চিম কালিকাপুর (ডাকঘর-ভিকাখালী) , থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, বর্তমান- সেক্টর-৯ (সেক্টর নং-৯, রোড নং-৬, অরুন চেয়ারম্যানের বাড়ী, থানা- উত্তরা পশ্চিম, জেলা- ঢাকা, ০৬। মোঃ আরমান, পিতা- ইদ্রিস,সাং- দক্ষিণ হাজী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার,
০৭। মোঃ সোহেল পারভেজ, পিতা- আবুল মনসুর, সাং- পশ্চিম গুমদন্ডী, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, ০৮। আহাম্মদ বিন আব্দুল্লাহ, পিতা- আব্দুল্লাহ, সাং- তোতকখালী, থানা ও জেলা- কক্সবাজার, বর্তমানে- দক্ষিণ রুমালিয়াছড়া, খোরশেদ আলমের বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। রুবেল, পিতা- মোঃ সেলিম, সাং- জানার ঘোনা কলেজ গেইট, ঝিলংজা ইউপি,
১০। মোঃ আলা উদ্দিন, পিতা- সরোয়ার ফরিদ, সাং- দক্ষিণ রুমালিয়াছড়া, চেয়ারম্যান ঘাটা, উভয় থানা ও জেলা- কক্সবাজার, ১১। মোহাম্মদ সোহেল, পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- কোচ পাড়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ১২। আব্দুল হমিদ, পিতা-আবু তাহের, সাং- পূর্ব কুতুবদিয়া পাড়া, ফদনারডেইল, থানা ও জেলা- কক্সবাজার,
১৩। ইয়াছিন, পিতা- মৃত শফিউল আলম, সাং- দক্ষিণ পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার, ১৪। আমির হোসেন, পিতা- হামিদ হোসেন, সাং- উঃ নুনিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার, ১৫। মোহাম্মদ শহীদুল্লাহ, পিতা- মোহাম্মদ বশির উল্লাহ, সাং- বদরখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Chy