মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(২৪ জুলাই) :: কক্সবাজার সদর পোকখালী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার এর অতিরিক্ত দায়ত্বি পালনরত কাজী এম, মুহিববুললা নেজামীর অফিস শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়েছে।
ইউনিয়নের মুসলিম বাজারের কাজল মার্কেটে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী পরবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূর, মেম্বার মোঃ আলম, মুসলিম বাজার মালিক ও বণিক সমিতির সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি শামসুল হক আজিজী, সাধারণ স¤পাদক বেলাল উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এম, মমতাজুল ইসলাম রিয়াজ, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। এতে গণপ্রজাতনত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইউনিয়ন ভিত্তিক কাজী নিয়োগ করে জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করায় ধন্যবাদ জানানো হয়।
উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ পূরবের কাজির মৃত্যুর পর এক মাস বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিদারুণ কষ্টে ভুগছিলেন বলে জানান।
উল্লেখ্য যে, কাজী মুহিব্বুল্লাহ নেজামী পার্শববর্তী ৫ নং জালালাবাদ ইউনিয়নের কাজী হিসেবে কর্মরত। পোকখালী ওনার অতিরিক্ত দায়ত্বি। পেশাগত জীবনে তিনি সৎ, নিষ্ঠাবান ও দায়ত্বিশীল হিসেবে পরিচিত। উপস্থিত আমনত্রিতরা তার প্রতি সারবিক সহযোগিতার আশ্বাস দেন।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy