বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার জেলা সদর হাসপাতালে এ প্রথম চার পা ও তিন হাত বিশিষ্ট ২৮ সপ্তাহ বয়সী এক শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের কয়েক ঘণ্টা পরই শিশুটির মৃত্যূ হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে মহেশখালীর ইসরাত জাহান (২০) নামের এক গৃহিণী অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম দেন।
মঙ্গলবার সকালে অপারেশনের মাধ্যমে স্ত্রীর ডেলিভারি হয়। অস্ত্রোপচারে শিশুটি পৃথিবীর আলো দেখলেও আশ্চর্যজনক যে আমার সন্তানটি চার পা ও তিন হাতবিশিষ্ট ছিল। অদ্ভুত শিশুটিকে আইসিইউতে রাখলেও দুপুরের দিকে পৃথিবীর মায়া ছেড়ে সে চলে যায়।’
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিক উছ সালেহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে শিশুটির জন্ম হয়। মাত্র ২৮ সপ্তাহ বয়সী হওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে ধারণা আমাদের।’হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. শিরিন আক্তার জাহান অস্ত্রোপচারে ছিলেন।
Posted ৩:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy