এম আর খোকন(১৬ ডিসেম্বর) :: ছুটির দিনে লাখো পযর্টকের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকতের বালুকাবেলা। হাজারো মানুষের ভীড়েে সৈকতের সীগাল পয়েন্টেে হারিয়ে যাওয়ার ৪ ঘন্টা পর শিশু তালহাকে উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করেছেন ট্যুরিস্ট পুলিশ।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসনের উম্মুক্ত মঞ্চে উদ্ধারকৃত শিশুকে আনুষ্ঠানিক ভাবে তার পিতা পিরোজপুরের বাসিন্দা সোহেল হাওলাদারের কাছে বুঝে দেন ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, মোর্শেদুর রহমান খোকন,তৌফিক লিপু,মো; সরওয়ার,সদর হাসপাতালের আরএমও ডাক্তার শাহিন আব্দুর রহমান,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক হাসনা হুরাইরা আইরিন,সদস্য ইব্রাহিম খলিল।
হরানো পুত্রকে খুঁজে পেয়ে পিতা সোহেল হাওলাদার ট্যাুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোহেল হাওলাদার কক্সবাজার টেকনিক্যাল স্কুলে চাকুরিরত বলে তিনি জানান।
Posted ৪:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy