বিশেষ প্রতিবেদক(২৯ জুন) :: কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরীকে সরকারী চাকুরীতে অবসরজনিত কারণে বিদায় সম্বর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
এতে অন্যান্যের মধ্যে সম্বর্ধিত অতিথি প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: সোলাইমান,সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং,ডি সি কলেজের অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন, সরকারি কলেজের সহযোগী অধ্যfপক বিপ্লব পাল,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে সম্বর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy