রাজিবুল ইসলাম মোস্তাক(৫ অক্টোবর) :: কক্সবাজার জেলার উচ্চ শিক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে কক্সবাজার সরকারি কলেজ। বর্তমানে কক্সবাজার সরাকরি কলেজে ১০ টি বিষয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালু রয়েছে।
অনার্স ১০ টি বিষয়ে বিগত শিক্ষাবর্ষ তথা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ১০৫০ টি। কলেজ প্রশাসনের অক্লান্ত পরিশ্রমের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বর্তমান শিক্ষার মান উন্নয়নে আরো ২৬০ টি আসন বৃদ্ধি করে কক্সবাজার সরাকারি কলেজের অনার্স কোর্সের ১০টি বিষয়ে ১ম বর্ষে আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ টি।
ফলে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে অনার্স পড়ার সুযোগ পাবে ১৩১০ জন শিক্ষার্থী।
বর্ধিত আসন অনার্স ১ম বর্ষ সমূহের মধ্যে রয়েছে যথাক্রমে বাংলায়- ১০টি, ইংরেজিতে- ৪০ টি, ইতিহাসে ৫০- টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ৪০ টি, রাষ্ট্রবিজ্ঞান- ২৫টি, অর্থনীতি- ৩০টি, ব্যবস্থাপনা- ০৫টি, উদ্ভিদবিদ্যা- ২৫টি ও গণিত বিষয়ে- ৩৫ টিসহ মোট ২৬০ টি আসন।
শিক্ষায় অনগ্রসর এই অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি করায় কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি কলেজের একাডেমিকসহ সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারি, অভিভাবক ও কক্সবাজারের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন ।
Posted ২:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy