কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ বিশিষ্ঠ সাংস্কৃতিক সংগঠক,৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পথিকৃত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা,কবি গীতিকার সঙ্গীত শিল্পী,শিক্ষক,হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও অসংখ্য গণ সংগীতের রচয়িতা এম রিয়াজ শহীদ আর নেই।
২৫ আগস্ট রাত ১১টায় দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিণ ৫২ বছর। তিনি স্ত্রী,সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কক্সবাজার সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তার আকস্মিক মৃত্যু যেনো কেউ মেনে নিতে পারছেন না। সামাজিক মাধ্যম ফেসবুকে তার বন্ধু বান্ধবরা শোক প্রকাশ করেছেন। সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
জেলার চকরিয়া উপজেলার ইলিশিয়া ইউনিয়নের বাসিন্দা রিয়াজ শহীদ তার সৃষ্ঠিশীল কাজের মাধ্যমে কক্সবাজার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সবার কাছে ছিলেন অতি প্রিয় একজন মানুষ। অত্যন্ত সহজ সরল সাদা মনের একজন মানুষ ছিলেন তিনি। কক্সবাজারে তার মাধ্যমেই গড়ে উঠে হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী।এক কথায় কক্সবাজার সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ ছিলেন সদা হাস্যোজ্জ্বল, নির্লোভ এই গুণী মানুষটি।
পরে সংসার জীবন ও জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিল সাউথ আফ্রিকায়।সেখানেই দীর্ঘদিন অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি কোবিড-১৯ আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেন। কিন্তু হঠাৎ ‘বেইন স্টোক’ করে সে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগস্ট রাত ১১টায় মারা যায়। তাঁকে দক্ষিণ আফ্রিকাতেই দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে কক্সবাংলা ও শারদীয় প্রকাশনা পরিষদ(প্রতিমা) পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে তারা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান । তিনি যেন রিয়াজ শহীদকে বেহেস্ত নসিব করেন। শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
coxbangla.com | Chanchal Chy