বার্তা পরিবেশক(১২ জানুয়ারি) :: কক্সবাজার সাহিত্য একাডেমীর নবনির্বাচিত কার্য নির্বাহী পরিষদের অভিষেক এক অনাডম্বর অনুষ্ঠানের মধ্যে সম্পন্ন হয়েছে।
১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার বিকালে শহরের এন্ডারসন রোড়স্থ একাডেমীর অস্থায়ী কার্যালয়ে একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান একাডেমীর জীবন সদস্য, সাহিত্য একাডেমীর নির্বাচন ২০১৮ (২০১৯-২০২০)-এর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার কলাম লেখক প্রবীণ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন জেলার প্রবীণ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একাডেমীর জীবন সদস্য কবি আবুল কালাম আজাদ, একাডেমীর জীবন সদস্য, নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার বদিউল আলম।
বক্তাগণ একাডেমীর বিগত ১৮ বছরের গতিশীল কর্মকান্ডের ভুয়শী প্রসংশা করেন এবং একই ভাবে ভবিষ্যতেও তা অগ্রগামী রাখার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি আহবান জানান। বক্তাগণ বলেন, প্রন্তিক জেলা কক্সবাজারের সাহিত্য-সংস্কৃতির প্রসারে একাডেমী ইতোমধ্যে যেসব কাজ করেছে তার ভব্যিতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তাগণ, প্রান্তিক জেলা কক্সবাজারের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে আরো গতিশূল ও আকর্ষনীয় কর্মসূচি বাস্তবায়নের আহবান জানান।
বক্তাগণ আরও বলেন, একাডেমী একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে নিজের অর্থ, শ্রম মেধা, মনন বিতরন করতে হয়। মূলত মনের ক্ষুধা নির্বারনের জন্য একাডেমীর পতাকা তলে সমবেত হওয়া।
এর আগে প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
পরে একাডেমীর কর্মকর্তাসহ উপস্থিত সকলেই প্রবীণ আইনজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy