বার্তা পরিবেশক :: কক্সবাজার সাহিত্য একাডেমীর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
২ জুলাই শনিবার সকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার সাহিত্য একাডেমীর সহ-সভাপতি ও জেলা শিক্ষা অফিসার ছড়াকার মো. নাছির উদ্দিন।
একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভী।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাছির উদ্দিন বলেন, জেলার শিশু-কিশোর শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ করার লক্ষে সাহিত্য একাডেমী প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। কিন্ত বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করতে পারিনি।
তিনি বলেন, একাডেমীর মূল লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি মনস্ক করে গড়ে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা এক একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
পরে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ষ্ট থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ ও ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদেরকে নিয়ে ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার মডেল হাইস্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য কবি হাসিনা চৌধুরী লিলি, নির্বাহী সদস্য জোসনা ইকবাল, নূরুল আলম হেলালী, কল্লোল দে চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন জাহানারা পারভীন লাকী।
প্রতিযোগিতার আহবায়ক ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি-গল্পকার সোহেল ইকবাল পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আবৃতি প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির সামিহা বিনতে কাদের প্রথম, একই প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির মোমতাহিনা দ্বিতীয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তাহসিন রহমান ও তানিশা সালসাবিল যৌথভাবে তৃতীয়, রচনা প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির সুধৃতি পাল প্রথম, কক্সবাজার মডেল হাইস্কুলের সিদরাতুল মুনতাহা সোহা দ্বিতীয় ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ইয়াশরিব তৈয়ব ইয়াশ তৃতীয়, চিত্রাংকন প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির সামিয়া জান্নাত আরিক ১ম, এই বিদ্যালয়ের ৭ম শ্রেণির মোঃ ইসমাম জাবির ২য় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তানিশা সালসাবিল তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে কবিতাআবৃত্তি প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির নাভিদ মাহবুব আবতাহী ১ম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির মারিয়া কিবতিয়া ২য় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির নাফিসা তাওসিফ ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৯ম শ্রেণির উলফাত আবেদিন যৌথভাবে তৃতীয় হয়েছে।
‘খ’ গ্রুপে রচনা প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির জোবাইদা আনজুম প্রিয়াসা প্রথম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ১০ শ্রেণির ঊর্মি তাবাচ্ছুম তাসফিয়া দ্বিতীয় ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির সেহবামুম তাহিনা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির মায়িশা আনজুম লাবিবা প্রথম, একই বিদ্যালয়ের ১০ শ্রেণির মাশফিকা ছিদ্দিক দ্বিতীয় ও একই বিদ্যালয়ের হিমাদ্রী পাল তৃতীয় হয়েছে।
Posted ১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২
coxbangla.com | Chanchal Chy