কক্সবাংলা রিপোর্ট(১ অক্টোবর) :: কক্সবাজার হিলটপ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মিয়ানমার থেকে আগত নাগরিকদের সহায়তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৫টায় জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল।
কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন,পুলিশের চট্টগ্রাম রেঞ্জে’র ডিআইজি এস এম মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ কর্মকর্তারাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় মিয়ানমার থেকে আগত নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ ও ত্রাণ মজুদ, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম,সুপেয় পানির ব্যবস্থা, আইনশৃংখলা পরিসিস্থিতিসহ সার্বিক বিষয়ের উপর বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মহোদয়।
Posted ১:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০১৭
coxbangla.com | Chanchal Chy