মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৭ নভম্বের) :: একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে ২৭ নভেম্বর মঙ্গলবার বিকাল পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ প্রার্থী।
তন্মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র দুইজন সম্ভাব্য প্রার্থী ফরম সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করা ছয় প্রার্থীর মধ্যে বিএনপি’র অ্যাডভোকেট হাসিনা আহমেদ মঙ্গলবার বিকালে মনোনয়ন ফরম জমাও দিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর জমা দেয়া বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট হাসিনা আহমদ ছাড়া আরো মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা হলেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি মো.ইলিয়াছ, জেলা ওয়ার্কার্স পার্টিও সভাপতি হাজী আবু মো.বশিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী তানিয়া আফরিন ও বদিউল আলম।
স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোটভুক্ত জাফর আলম ও বশিরুল আলম, মহাজোট হলে জাপার মো.ইলিয়াছও একিভুত হলে কেন্দ্র নির্দেশিত একক প্রার্থী হিসেবে যেকোন একজন নির্বাচনে অংশ নিতে পারেন।
তবে, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম অভিন্ন বক্তব্যে বলেন, আসছে সংসদ নির্বাচনে জোট হোক বা মহাজোট হোক চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমই একক প্রার্থী হবেন এটি প্রায় নিশ্চিত।
একাধিক সুত্র জানায়, জাতীয় পার্টি পক্ষ থেকে দুইশ জনকে দলীয় মনোনয়নের চিঠি দিলেও মহাজোটের প্রার্থী হওয়ার লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় পাঠানো ৪৭ জন প্রার্থীর তালিকায় কক্সবাজার জেলার চারটি আসনের মধ্যে শুধুমাত্র কক্সবাজার-৩ (সদর-রামু) আসেন জিয়া উদ্দিন বাবলুর নাম রয়েছে।
ফলে, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে বদ্ধমুল ধারনা জন্মেছে চকরিয়া-পেকুয়াসহ জেলার তিনটি আসনে নৌকা প্রতিকের প্রার্থীই মহাজোটের প্রার্থী হতে যাচ্ছেন।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy