মুকুল কান্তি দাশ,চকরিয়া(২ জানুয়ারী) :: দীর্ঘ ৪৫ বছর পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন পুনরুদ্ধার করলেন মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ্ব জাফর আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাফর আলম নৌকা প্রতীকে ২ লাখ ৭৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট তথা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৬০১ ভোট। প্রায় ২ লাখ ১৭ হাজার ২৫৫ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন মহাজোট প্রার্থী জাফর আলম। এই আসনটি বিএনপি-জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত।
উল্লেখ্য, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ডা.শামসুদ্দিন নৌকা প্রতীক নিয়ে একবার সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর আওয়ামীলীগ এ আসনটি আর ধরে রাখতে পারেনি।
বিগত দশটি জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতী ইসলাম একবার, বিএনপি পাঁচ বার, জাতীয় পার্টি তিনবার বার করে সংসদ সদস্য নির্বাচিত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে প্রার্থী হয়ে আসনটি পুনরুদ্ধার করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
Posted ৭:০৬ অপরাহ্ণ | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy