ক্রীড়া প্রতিবেদক(১৪ ডিসেম্বর) :: কক্সবাজারে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত ২য় বিভাগ জেলা ফুটবল লীগ-২০১৯ এর ৫ম দিনের খেলায় ইয়াংম্যান্স ক্লাব কক্সবাজারের মুখোমুখি হয় সেভেন স্টার ফুটবল ক্লাব ঈদগাহ।
শনিবার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ডেইলপাড়া মাঠে অনুষ্ঠিত খেলার পুরো সময়জুড়ে দফায় দফায় চেষ্টার পরও কোন দলের পক্ষেই গোল আসেনি।
ফলে উত্তেজনাপূর্ণ খেলার ফলাফল গড়ায় গোল শুণ্য ড্র।
প্রতিদিনের মতো শনিবারের খেলায়ও দুর দুরান্ত থেকে আসা নারী-পুরুষসহ সব বয়সী ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।
খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফরি ছৈয়দ করিম।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy