শহিদুল ইসলাম,উখিয়া(৩ নভেম্বর) :: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি সহ সব দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে দিন দিন সরব হয়ে উঠেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে আসায় সব দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা মাঠে ঘাটে চষে বেড়াচ্ছে।বিএনপি’র প্রার্থী চুড়ান্ত বলে দাবী করলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের প্রার্থী কে হচ্ছেন তা চুড়ান্ত হয়নি এখনো।
আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা চালালেও স্পষ্ট ভাবে বলতে পারছে না কে হচ্ছেন দলের প্রার্থী।
বিএনপির পক্ষ থেকে তৃণমুলের নেতাকর্মীরা দাবী করছেন এ সরকারের অধীনে নির্বাচন নয় আন্দোলন সংগ্রামের বিষয়টি মুখ্য।
বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদির তাঁর মনোনয়নের বিষয়টি এখনো দলীয় নেতাকর্মীদেরকে নিশ্চিত করতে না পারায় সম্ভাব্য প্রার্থীরা ঢাকা কেন্দ্রিক দৌঁড়ঝাপে ব্যস্ত সময় পার করছে।আওয়ামীলীগের একটি সূত্র জানিয়েছে, অতিশীঘ্রই দলের মনোনয়ন নিয়ে মাঠে আসতে পারেন কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর। তিনি দল বল নিয়ে মাঠে আছে বলেও দাবী করেন।
উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেছেন, উখিয়া-টেকনাফ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর নেত্রীর গুডবুকে নাম রয়েছে। মাঠে ময়দানে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে তাঁর পক্ষে কাজ করে যাচ্ছে।
মনোনয়ন প্রত্যাশী সরকারের মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম গত ৩ মাস যাবত কোমর বেঁধে মাঠে নেমেছে।
নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফে গণসংযোগ ও প্রচার প্রচারণায় জনগণের মুখে মুখে তাঁর নামটি বেশ চাওর হয়েছে। অধ্যক্ষ শাহ আলম গণমাধ্যমকে বলেন, মনোনয়ন পেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করা হবে।
অপর মনোনয়ন প্রত্যাশী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নতুনমুখ জাহাঙ্গীর কবির চৌধুরী মনোনয়ন দৌঁড়ে শীর্ষে আছে দাবী করে বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে দলের তৃণমুলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করবে। এই আসনটি দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে উখিয়া-টেকনাফের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, দলের মনোনয়ন একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে এখনো কাউকে ডাকা হয়নি। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই নির্বাচনে লড়ে যাবো। পাশাপাশি উখিয়া-টেকনাফের গরীব মেহনতী মানুষের হৃদয়ে আমার অবস্থান। বিগত ১০ বৎসর যাবত উখিয়া-টেকনাফের অবহেলিত এলাকায় অভুতপূর্ব উন্নয়ন করেছি। আশা করি এবারও নৌকা নিয়ে নির্বাচন করে এই আসনটি নেত্রীকে উপহার দিতে পারবো।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একমাত্র নারী এবং কেন্দ্রীয় তাঁতীলীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা উখিয়া-টেকনাফ আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, ব্যানার, পেষ্টুনে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এই আসন থেকে জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উখিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো তাঁর দল থেকে মনোনয়ন পেতে দীর্ঘদিন মাঠে কাজ করে যাচ্ছে। ক্লিন ইমেজের এই নেতা লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেলে তাঁর জন্য দলমত নির্বিশেষে কাজ করবে বলে তিনি দাবী করেন।
এ আসনে নতুন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কক্সবাজার জেলা সদস্য সচিব ও তরুণ আইনজীবি সাইফুদ্দিন খালেদ তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবী করেন। তবে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান।
Posted ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ০৪ নভেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Chy