কক্সবাংলা ডটকম(২ সেপ্টেম্বর) :: করোনাভাইরাসে আক্রান্ত ব্রাজিলীও তারকা ফুটবল নেইমার৷ ব্রাজিলের এই তারকা ফুটবলার ছা়ড়াও প্যারিস সাঁ জা’র আরও দুই খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ বুধবার ক্লাবের তরফে তিন ফুটবলারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে৷
বুধবার এএফপি সূত্র জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার তথা প্যারিস সেন্ট জার্মেইনের ফরোয়ার্ড নেইমার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে৷ ২৮ বছর বয়সি এই ব্রাজিলিয়ন এই ফরোয়ার্ডের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ পাশাপাশি প্যারিস সাঁ জা’র আরও দুই ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন৷ এঁরা হলেন আর্জেন্তিনার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়েন্দ্রো পার্দিস৷
পিএসজি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্যারিস সাঁ জা’র তিন ফুটবলারের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদের প্রত্যেকের রিপোর্ট দু’বার পজিটিভ এসেছে৷ তবে প্রোটোকল মেনে ওদের রাখা হয়েছে৷ বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফেদের আগামী দিনে পরীক্ষা হবে৷’
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা৷ সোমবারই ক্লাবের তরফে নাম না-করে জানানো হয়েছিল দু’জনের শরীরে করোনাভাইরাসের লক্ষ্ণণ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ফিরেছে৷
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর গত সপ্তাহে স্প্যানিশ ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন এই তিন ফুটবলার৷ এরা প্রত্যেকেই পর্তুগালে সতীর্থদের সঙ্গে সুরক্ষিত বুদ্বুদে থাকার আগে বন্ধু ও পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন৷
চ্যাম্পিয়ন্স লিগের ‘ফাইনাল এইট’ অনুশীলনের পরে পিএসজি স্কোয়াডকে বিরতি দেওয়ার লক্ষ্যে, গত শনিবারের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত লেনসে লিগের খেলা স্থগিত করার বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পরে এটি হয়েছিল। লেনসে ম্যাচটি হওয়ার কথা আগামী ১০ সেপ্টেম্বর৷
কঠোর ফরাসি লিগের নিয়ম অনুসারে, ক্লাবের আট দিনের সময়কালে কমপক্ষে চারটি ইতিবাচক পরীক্ষা দিতে হলে ম্যাচ পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না৷ যে কারণে ফরাসি লিগ পিএসজির ম্যাচটি লেনসে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল৷
Posted ১২:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
coxbangla.com | Chanchal Chy