কক্সবাংলা রিপোট(২২ জুন) :: কক্সবাজারে একদিনেই প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক রোহিঙ্গা সহ আরো ৭৪ জন।গত দুইদিন কম পরীক্ষায় কম শনাক্ত হওয়ার পর আবারও বেড়েছে করোনার রেড জোন কক্সবাজারে।সোমবার জেলায় ৫টি উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জন।এর মধ্যে করোনার হটস্পট কক্সবাজার সদরেই ৫১জন শনাক্ত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ১২১ জন। এরমধ্যে মারা গেছেন ৩৫ জন। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৬৯৮ জন।
সোমবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দুটি পিসিআর ল্যাবে ৫৩৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯৭টি নমুনার ফল আসে পজিটিভ।যার মধ্যে ৯৫টিই নতুন নমুনা। আর জেলায় নতুন করে শনাক্ত হয়েছে এক রোহিঙ্গা সহ ৭৪ জন।
আক্রান্তদের মধ্যে সদরের সর্বাধিক ৫১ জন,চকরিয়ায়-৭ জন,রামুতে-৪জন,মহেশখালীতে-৮জন,পেকুয়ায়-৩জন এবং ১ জন রোহিঙ্গা । জেলার বাইরে বান্দরবানের ১৫ জন নতুন পজিটিভ অছেন।বাকী ৪৪০টি নমুনা নেগেটিভ আসে।
এনিয়ে জেলায় ৮২তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ২হাজার ১২১ জন এবং সুস্থ হয়েছেন ৬৯৮ জন।আর মারা গেছেন ৩৫ জন। এছাড়া ৪৬ রোহিঙ্গা করোনায় আক্রান্ত ছাড়াও ৪ জনের মৃত্যূ হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে,২২জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ৯৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১৬৫ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ৩০২ জন এবং সুস্থ হয়েছেন ১৮৩ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৭৭জন। এর পরে রয়েছে রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫জন। পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৬৬জন।মহেশখালীতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮২ জন এবং সুস্থ হয়েছেন ৫৩ জন। টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৯ জন এবং সুস্থ হয়েছেন ৫৩জন এবং কুতুবদিয়ায় পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২০ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন।
২২ জুন পর্যন্ত কক্সবাজার জেলার এ পর্যন্ত মারা গেছেন ৩৫জন কভিড-১৯ রোগী।এর মধ্যে সদরে ১৭ জন,চকরিয়ায় ৫জন,উখিয়ায়-৪জন,টেকনাফে-৩ জন,পেকুয়ায়-৩ জন,মহেশখালীর-১জন,কুতুবদিয়ায়-১জন এবং রামুতে ১ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২১ জুন পর্যন্ত কক্সবাজার জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন(নিভৃতবাস)থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে ৫ হাজার ৭০০ জনের মধ্যে ৩ হাজার ৫৮০ জন ছাড়পত্র পেয়েছেন । আর প্রাতষ্ঠানিক কোয়ারেনটাইনে অবস্থান করছেন ৭৫০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১০ জন।
কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু তোহা জানিয়েছেন,এ পর্যন্ত ৪৬ রোহিঙ্গা করোনা পজিটিভ হয়েছেন এবং ৩ জন সুস্থ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪জন। আর রোহিঙ্গা আইসোলেশন ইউনিটে ২৮ জন ভর্তি রয়েছেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
coxbangla.com | Chanchal Chy