কক্সবাংলা রিপোর্ট(১৪ মার্চ) :: করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে পর্যটন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শনিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতির বক্তব্য রাখেন।
এ সময় তিনি করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিলি ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে আগত পর্যটকদের বিভিন্ন সেবায় ছাড় দেয়ার অনুরোধ করেন।
সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল আফসার,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মহিউদ্দিন মো: আলমগীর, হোটেল- মোটেল জোন রেস্টুরেন্ট মালিক সমিতি ও জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লাসহ পদস্থ সরকারি কর্মকর্তা, পরিবহন সেক্টরের সর্বস্তরের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২০
coxbangla.com | Chanchal Chy