বিশেষ প্রতিবেদক(২৬মে) :: কক্সবাজার জেলায় ২৫মে পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৪‘শ’ ছাড়িয়েছে। ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী।২৫ মে পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৯ রোহিঙ্গা সহ ৪১৮ জন। এরই পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি উপজেলায় করোনা আইসোলেশন সেন্টার করার পরিকল্পনা করা হয়েছে।
এজন্য জেলার মোট আটটি উপজেলার সকল নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে।
উপজেলার সুবিধাজনক ও যোগাযোগ ব্যবস্থা ভালো এমন আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ন্যূনতম ৫০ শয্যার একটি করে করোনা আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে।
চকরিয়া উপজেলার মতো বড় উপজেলাসহ যেসব উপজেলায় করোনাভাইরাসের প্রকোপ বেশি দেখা দিয়েছে, সেখানে একাধিক ভবন নিয়ে আরও বেশি শয্যার আইসোলেশন সেন্টার করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরিবার ও এলাকাকে ঝুঁকিমুক্ত রাখতে উপসর্গহীন করোনা রোগীদের বিচ্ছিন্ন করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসর্গহীন করোনা রোগীদের হোম আইসোলেশনে রাখলে তারা আইসোলেশনে না থেকে বাইরে ঘুরে বেড়ান বলে অভিযোগ উঠেছে।
কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামাল হোসেন আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এ উপজেলা আইসোলেশন সেন্টারের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। কক্সবাজার জেলা সদরে ২০০ শয্যার অনুরূপ আইসোলেশন সেন্টার গড়ে তোলার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।
প্রসঙ্গত,প্রাণঘাতি করোনায় কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চকরিয়া উপজেলা। এখানে মোট আক্রান্ত ১৩১ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে সদর উপজেলা ১১৮ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া । এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭ জন।এর পরে রয়েছে পেকুয়ায় ৩৯ জন,মহেশখালীতে ২৮ জন,টেকনাফে ১৫ জন,রামুতে ৮ জন,কুতুবদিয়ায় ৩ জন।এছাড়া শরনার্থী শিবিরের রোহিঙ্গা রয়েছে ২৯ জন।আর ২৫মে পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ৫ জনের প্রাণ। আর রামু ও চকরিয়া আইসোলেশন হাসপাতাল থেকে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪জন।
