নজরুল ইসলাম,কুতুবদিয়া :: প্রথম ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়ায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।
বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে দুইবারের উপজেলা চেয়ারম্যান জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী (মোটরসাইকেল) বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আপন ভাতিজা ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম।
বিজয়ী প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছহাব উদ্দিন কুতুবী (আনারস) পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট।
অন্যদিকে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি।
দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৪৬ ভোট। অবশ্য তিনি ভোটের আগে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাঁকে জরুরি এয়ার এম্বুলেন্সে ঢাকা নেয়া হয়।
যাঁরফলে তিনি নির্বাচনী মাঠে থাকতে পারেননি।
তাছাড়া দলীয় লোকজন তাঁর বিপক্ষে কাজ করায় এমন সূচনীয় পরাজয় বলে ধারণা করা হচ্ছে। জেলা আ’লীগ সভাপতির পরাজয় নিয়ে দ্বীপ জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে সাংবাদিক আকবর খাঁন উড়োজাহাজ প্রতীকে ১৯ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদুল হক (চশমা) ১৩ হাজার ২৫২ ভোট পেয়ছেন।
এবং ফরিদ উদ্দিন তালুকদার (বই) প্রতীক নিয়ে ৩ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাসিনা আক্তার বিউটি কলস প্রতীকে ২১ হাজার ৪৫৯ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছৈয়দা মেহেরুন্নেছা (ফুটবল) ১৫ হাজার ১০ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৯৭ হাজার ১৭০ জন। তারমধ্যে ৫১ হাজার ৫৬৯ জন পুরুষ ও ৪৫ হাজার ৬০১ জন নারী। ৩৭.৮৩ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta