নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ তোয়াহাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
রবিবার (৮ জুন) কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এএসআই (নিঃ) অমল কান্তি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ তোয়াহা কুতুবদিয়া থানার সিআর মামলা নং ২২৯/২০ (যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারা) অনুযায়ী চার (৪) বছর সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।
অর্থদণ্ড অনাদায়ে আরও এক (০১) মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারিত ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামি নয়াঘোনা এলাকার মোজাম্মেল হকের ছেলে।
কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানিয়েছে, পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
Posted ৭:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta