নজরুল ইসলাম, কুতুবদিয়া :: সরকার নির্ধারিত দামে কুতুবদিয়ার কোথাও মিলছে না আলু,পেয়াজ ও ডিম।
সরেজমিন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ডিমের হালি ৫০ টাকা।
আর পেয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায় কেজি। প্রশাসন বাজার মনিটরিং না করায় ব্যবসায়িরা সরকারি নির্দেশনা মানছে বলে অভিযোগ ক্রেতাদের।
ক্রেতারা জানান, গরিবের আলু, পেয়াজ ও ডিম বিক্রির জন্য সরকার যে দাম নির্ধারণ করেছে তা কোন ব্যবসায়ী মানছে না। সরকার নির্ধারিত দামের কথা বললে বিক্রেতাদের সাথে উল্টো ঝগড়াঝাটি হচ্ছে।
প্রতিদিন ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ব্যবসায়ী। ক্রেতাদের সরকারি দামে সরকার থেকে এসব পন্য কিনতে বলছেন ব্যবসায়িরা।
ক্রেতা মফিজ আলম জানান, সরকারিভাবে দেশে কোন কিছুর দাম বাড়ার ঘোষণা দিলেই তা সাথে সাথে কুতুবদিয়ায় কার্যকর হয়ে যায়।তখন সকল পন্যসামগ্রির দাম হুহু করে বেড়ে যায়।
আর কমানোর ঘোষণা দিলে তা এক সপ্তাহ পরেও কমে না। এমনকি সরকার দাম নির্ধারণ করে দিলেও তা ব্যবসায়িরা মানে না। সিলিন্ডার গ্যাসের দামও কুতুবদিয়ায় বেশি বলে জানান তিনি।
বিক্রেতারা ছুরুত আলম জানান, আলু পাইকারি দরে কিনতে কেজি প্রতি ৪৩-৪৫ টাকা খরচ হয়।
বিক্রি করেন ৫০ টাকায়। আর পেয়াজ কিনতে হয় ৬৫ টাকা কেজি। বিক্রি করেন ৭০ টাকায়। ডিমের হালি ৪৫ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি করেন।
বেশি দামে কিনতে হয় বলে বেশি দামে বিক্রি করেন। সরকার নির্ধারিত দামে বিক্রি করলে দেউলিয়া হতে হবে বলে জানান।
এদিকে দলের নেতৃবৃন্দদের দাবি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এক শ্রেণির ব্যবসায়ি সরকারের কথা মানছে না। জনগণকে ভোগান্তিতে ফেলে সরকারের প্রতি ক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছে।
জামাত-বিএনপি পন্থী কালো ব্যবসায়িরা সিন্ডিকেট করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।
Posted ১২:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Chy