নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় জ্বরাক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত নারী কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আলী ফকির ডেইল গ্রামের ফারুকের স্ত্রী সালমা আক্তার (১৯)।
শনিবার (২৮মে) সন্ধ্যায় ওই নারীকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ৮ মাস আগে ফারুকের সাথে বিয়ে হয় ওই নারীর। বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।
শুক্রবার (২৭ মে) পোড়ার পাড়ায় বাপের বাড়িতে বেড়াতে যায় সালমা। দুপুরে মাকে জ্বরের কথা বলেন। জ্বরের কথা বলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।
পিতা তাজুল ইসলাম জানান, শনিবার জ্বরের মাত্রা বেশি হলে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার সময় পথেই সালমার মৃত্যু হয়।
হাসপাতালের আরএমও ডাঃ রেজাউল হাসান জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিষয়টি তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসত।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, এ ঘটনায় পরিবারের কেউই কোন অভিযোগ করেননি।
Posted ৮:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
coxbangla.com | Chanchal Chy