নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৫ জানুয়ারী) :: কুতুবদিয়ায় ধুরুং বাজারে ১৫ জানুয়ারী রাতে টেম্পু স্টেশনের সিকদার মার্কেটে আগুন লেগে টে¤টু লাইনম্যান অফিসসহ ১৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মোটর সাইকেল, নগদ টাকা,তেলের ড্রাম, ফ্রিজসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র পুড়ে আনুমানিক কোটি টাকার উর্দ্ধে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ।
এতে শেষ রাতের আগুণে কপাল পুড়েছে ওই ১৮ দোকানদারের। তবে অল্পের জন্য বেশী ক্ষতি থেকে বেঁচে গেছেন একজন দোকানদার।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৫ জানুয়ারী রাত আড়াইটার দিকে ধুরুং বাজার টেম্পু স্টেশন সিকদার মার্কেটে আগুণ লাগলে মুহুর্তেই তা সারা মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশী ছিল যে দোকানের ভিতরে থাকা কর্মচারী/মালিক কোনমতে প্রাণ নিয়ে বের হয়েছে। সাথে কোন জিনিসপত্র কিংবা নগদ টাকা-পয়সা কড়ি নিতে পারেনি।
পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ১৮টি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে ভষ্ম হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা কেউ জানাতে পারেনি।
ক্ষতিগ্রস্থদের মধ্যে ডেকোরেশন ব্যবসায়ী আবুল কালাম জানান, জেনারেটরসহ তার ডেকোরেশনের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তার ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ।
ছোয়াদ ট্রেডাসের মালিক ডিজেল ব্যবসায়ী মোরশেদ মেম্বার জানান, তার ক্ষতির পরিমাণ ৫/৬ লক্ষ টাকার উপরে। এভাবে ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছেন, মুদির দোকানদার নুরুল ইসলাম, পানের দোকানদার গিয়াস উদ্দিন, জিয়াবুল, এরশাদ, সেলুনের মালিক সেবু ও রঞ্জিত, চায়ের দোকানদার স্বপন ও বেলাল,কাইয়ুম, ফলের দোকানদার খোরশেদ, বিকাশ দোকানদার বোরহান, হোটেল মালিক আনছার উল্লাহ, মোবাইল চার্জারের দোকানদার ইসমাঈল।
অন্যদের নাম পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থদের বর্ণনামতে সবমিলিয়ে ক্ষয়-ক্ষতি প্রায় দু’কোটি সাড়িয়ে যাবে।
পরের দিন ভোরে স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ ঘটনাস্থলে যান এবং সকালে সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদাউস। ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তারা।
Posted ১১:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
coxbangla.com | Chanchal Chy