এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(৩১ জানুয়ারী) :: দীর্ঘ এক মাস ধরে কুতুবদিয়ার এক বাক প্রতিবন্ধী কিশোরের খোঁজ নেই। নিখোঁজ প্রতিবন্ধি কুতুবদিয়া দ্বীপের লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রামের হামিদুল্লাহর ছেলে আজিজুর রহমান প্রকাশ আদল (১৮)।
সে কুতুবদিয়া উপজেলা সমাজ সেবা অফিসের বাক প্রতিবন্ধী তালিকাভূক্ত একজন প্রতিবন্ধী। বিগত এক মাস পূর্বে বাড়ী থেকে বের হয়ে অদ্যবধি সে বাড়ি ফিরেনি। আদল বাক প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারেনা।
এদিকে ছেলে শোকে অসুস্থ হয়ে পড়েছে তার পিতা হামিদুল্লাহ ও মাতা খালেদা বেগম । কোন সহৃদয় ব্যক্তি গরীব অসহায় পরিবারের ছবির এই প্রতিবন্ধী ছেলের সন্ধান পেলে নি¤েœাক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরিবার- ০১৮৭৬০৪৫৬১০ ও ০১৬৩০৯০০১৪০ ।
Posted ৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Chy