নজরুল ইসলাম,কুতুবদিয়া(২৩ ডিসেম্বর) :: “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’১৯” বাছাই প্রতিযোগিতায় কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লা.লে.কাইমুল হুদা সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা।
গত ৯ই ডিসেম্বর জেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান, দক্ষতা, উদ্ভাবনী কৌশল, পাঠ প্রস্তুতি, পাঠ মূল্যায়ন, শিক্ষকের সহ:শিক্ষাক্রমিক পারদর্শিতা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল্লাহ। তাঁর এই অর্জনে তাৎক্ষনিক অভিনন্দন জানিয়েছেন উপজেলায় কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাগণ।
উল্লেখ্য যে, শমসের নেওয়াজ মুক্তা ২০১৩ ইং সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার খেতাব অর্জন করে সরকার কর্তৃক সিলেক্টেড হয়ে শ্রীলঙ্কা সফর করে এসেছেন। এবারসহ তিনি ২য়বার এ গৌরব অর্জন করলেন।
জানা যায়, শমসের নেওয়াজ মুক্তা জেলা ও উপজেলায় “শিক্ষা ও সাংস্কৃতিক” অঙ্গণে বরাবরই অবদান রেখে চলেছেন। ১৯৯৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী নির্বাচিত হন, ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ্’০৯-এ শিক্ষক পর্যায়ে লোক ও নজরুল সঙ্গীতে ১ম স্থান অধিকার করেন, ২০১৩ সালে উপজেলা শিক্ষা ও চাকুরীতে অবদানের স্বীকৃতি স্বরূপ ” শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হন।
মুক্তা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আক্কাস উদ্দিন ও মরহুমা তাহমিনা খানম’এর সুযোগ্য কন্যা এবং কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষক শওকতুল ইসলামের সহধর্মিনী। তাঁর সফলতা কুতুবদিয়ার সর্বস্তরের মানুষের অর্জন বলে মনে করেন তিনি।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy