নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় অযু করার সময় পুকুরে ডুবে তাসপিয়া (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
৩১ জানুয়ারি (রবিবার) আসরের নামাজের জন্য বাড়ির পুকুরে অযু করতে গেলে মৃত্যুর কুলে ঢলে পড়ে এ কিশোরী।
পরে তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল হাসান।
জানা যায়, তাসপিয়া (১৭) বড়ঘোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফতেয়ার পাড়া গ্রামের নেজাম উদ্দিনের কন্যা। নিয়মিত নামাজ-কালামে পা বন্ধি ছিল তার।
রবিবার আসরের নামাজের জন্য অযু করতে পুকুরে গিয়েছিল মেয়েটি।
এলাকাবাসী জানান, সহজ-সরল প্রকৃতির এ কিশোরী কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার মধ্যে মৃগী রোগের প্রভাব ছিল।
তাদের ধারনা এ রোগের কারণে মেয়েটি অযু করার সময় পুকুরে পড়ে মারা যেতে পারে।
Posted ১০:২১ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy