নজরুল ইসলাম,কুতুবদিয়া(২১ ডিসেম্বর) :: কুতুবদিয়ায় শীত বাড়ার সাথে সাথে বাড়ছে চোরের উপদ্রব। উপজেলার সদর ইউনিয়নের হাঁড়ি সিকদার পাড়া এলাকায় একরাতে আইনজীবীসহ চার গেরস্থের বাসায় অভিনব কায়দায় চুরি করেছে চোরের দল।
নিয়ে গেছে নগদ টাকা,স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র। কয়েকটি বাড়ি থেকে চুরের দল লেপ-তোষকও নিয়ে গেছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার।
জানাযায়, ২০ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে কুতুবদিয়া আদালতের আইনজীবী এডভোকেট রাসেল সিকদারের বাসায় গেরস্থ না থাকার সুযোগে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তের দল। এরপর তান্ডব চালিয়ে তছনছ করে ফেলে ঘরের মূল্যবান জিনিসপত্র। কয়েকটি আলমিরা ভেঙ্গে নিয়ে যায় নগদ টাকা,স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র।
একইদিন পাশের তিনটি বাড়িতে চুরি করে দুর্বৃত্তরা। তারমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহেদুল আওয়ালের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা ওই এলাকা তথা পার্শ্ববতী এলাকারই হবে।
এঘটনায় কুতুবদিয়া থানায় জিডি করার কথা জানিয়েছেন এডভোকেট রাসেল সিকদার।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
coxbangla.com | Chanchal Chy