কক্সবাংলা রিপোট(৩০ জুলাই) :: কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় কোটি টাকার(৮৫ লাখ ২৫ হাজার ৫৩৭টাকা) ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারী চাল লোপাটের ঘটনায় দুদকের অভিযোগের ভিত্তিতে উপজেলা খাদ্য পরির্দশক পলাশ পাল চৌধূরীকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ কক্সবাজার শহর থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় তাকে আটক করে।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার খাদ্য নিয়ন্ত্রক কুতুবদিয়া থানায় চাল আত্বসাতের ব্যাপারে একটি এজাহার দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে দুদক তদন্তে নামে এবং এর সত্যতা পায়।
এ বিষয়ে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক আফিফ মাহমুদ জানান– খাদ্য গুদামের দায়িত্ব পালনকালে ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারী চাল লোপাটে দুদকের তদন্তে নামলে প্রাথমিকভাবে এর সতত্য পায়।এরই পরিপ্রেক্ষিতে দুদকের অভিযোগে উপজেলা খাদ্য পরির্দশক পলাশ পাল চৌধূরীকে রাত সোয়া ৯টায় আটক করে পুলিশ। তিনি জানান, এ ঘটনা উধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তাকে ওএসডি করার বিষয়টি এখনো তদন্তাধীন।
বিস্তারিত আসছে………..
Posted ১০:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
coxbangla.com | Chanchal Chy