নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করেছে শাপলা আকতার (২০) নামের এক গৃহবধূ। সে উত্তর ধুরুং ইউনিয়নের পুটার পাড়া গ্রামের হাফেজ জাহেদুল ইসলামের স্ত্রী। শাপলার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পেতাগাজী। পিতার নাম নুরুন্নবী।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া সারজিনা লিমি দ্রুত পাকস্থলী ওয়াশ করার ব্যাবস্থা করেন। বর্তমানে সুস্থ আছেন শাপলা।
জানা যায়, বুধবার (২৭ জানুয়ারি) সকালে মাছ কাটাকে কেন্দ্র করে স্বামীর সাথে ঝগড়া হয় শাপলার। এ সময় রাগের বশে শাপলাকে চড় দিয়ে স্থানীয় ধুরুং বাজারে চলে যায় জাহেদ। এতে ক্ষিপ্ত হয়ে অভিমান করে সবার অজান্তে ঘরে থাকা ক্ষেতের পোকাদমনের কীটনাশক পান করে শাপলা।
জাহেদের পিতা জানান, তাদের ঘরে দুই সন্তান। ছোট মেয়ের বয়স সাত মাস। কীটনাশক পান করার পরে শাপলা শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর জন্য নিতে আসলে দাদার সন্দেহ হয়। বারবার জিজ্ঞাসা করার পরেও অস্বীকার করে শাপলা। কিছুক্ষণ পরে বমি করতে শুরু করলে তাকে দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসা হয়।
খবর নিয়ে জানা যায়, হাফেজ জাহেদ রাঙ্গুনিয়ায় লেখা পড়া করা অবস্থায় শাপলার ছোট বোনকে পড়াতেন। সেখানে শাপলার সাথে মনের সম্পর্ক তৈরি হলে ২০১৭ সালে তারা বিবাহ বান্ধনে হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাপলার পিতা-মাতা কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
Posted ১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy