নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো চেয়ারম্যান ট্রপি। বড়ঘোপ ইউনিয়ন পরিষদের ব্যানারে মাস্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত চেয়ারম্যান ট্রপির ফাইনাল খেলায় বড়ঘোপ ইউপির সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডকে হারিয়ে ১ গোল ব্যবধানে জয় লাভ করে সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের মহিলা মেম্বার শারমিন আকতার উর্মি।
খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটের মাথায় ১ গোলে এগিয়ে থেকে ফুরফুরে মেঝাজে কৌশলে খেলে জিতে যায় তার দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম. শহিদউদ্দিন ছোটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইসমাঈল কুতুবী বাবু, চেয়ারম্যানের সহধর্মিণী দিলরুবা, কুতুবদিয়া মহিলা কলেজের অন্যতম প্রতিষ্টাতা অধ্যাপক আখতার আলম, আলহাজ্ব মাস্টার কবির হোছাইন, মাস্টার তালেব উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,এম,হাছান কুতুবী, মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম, আলহাজ্ব মাস্টার আবু তাহের, উপেজলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোনাফ,সাবেক ইউপি মেম্বার আব্দুস সাত্তার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় নৈপুণ্যতা দেখিয়ে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয় কামরুল, প্রতিপক্ষ দলের একের পর এক করা আক্রমণগুলো ঠেকিয়ে দিয়ে সেরা গোলকিপারের পুরুস্কারটি জিতে নেন অভি, সেরা উদিয়মান খেলোয়াড়ের পুরুস্কারটি তুলে নেন মোজাহিদুল ইসলাম , সেরা গোলদাতার কেতাব পান নেয়ামত উল্লাহ এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তারেক।
অথিতিবৃন্দ তাদের হাতে প্রাইজমানিসহ ক্রেস্ট তুলে দেন। বিজয়ীদলের হাতে তুলে দেন ট্রপি। রানার্স আপ ট্রপিতে খুশি সংরক্ষিত (৭,৮,৯)নং ওয়ার্ডের এমইউপি শাহানা বেগম।
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Chy